কালিগঞ্জ বুরো: কালিগঞ্জের মথুরেপুরের বসন্তপুরের সীমান্তে পীর হযরত বুলাহ্ সৈয়দ (রহঃ) এঁর বর্ষিক ওরছ শরীফের আজ শেষ দিন। ১৫,১৬,১৭ জানুয়ারী তিন দিন ব্যাপি ওরছ শরীফ উপলক্ষে মাজার শরীফ কিিমটি আয়োজিত মাহফিল ও ওরছ শরীফ অনুষ্টিত হয়ে থাকে। আজ সকাল ৯টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা মাঈন উদ্দীন (আত-তাহেরী),বিঃ বাড়ীয়া)। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হাফেজ হযরত মাওঃ কারী আজমল হোসাইন রায়হান (খতিবও পেশ ইমাম মডেল মসজিদ আশাশনি। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা জয়নাল আজারী। ওরছ শরীফ মাহফিলে প্রথম দিনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহমান শেষ দিনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। মাজার শরীফ কমিটি সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে শত শত পীর ভক্ত মুুসুল্লির উপস্থিতিতে উক্ত ওরশ শরীফ প্রানবন্ত হয়ে উঠে। ছবিঃ কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে পীর হযরত বুলাহ্ (রহঃ) এঁর রার্ষিক ওরছ শরীফের মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ।