মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের বসন্তপুর পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় চত্ত¡রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক কামরুল হাসান, সাবেক ইউপি সদস্য এছাহাক আলী গাজী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গৌতম লস্কার, বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, অভিভাবক রোজিনা খাতুন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের এসএমসির সদস্য, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সকল শ্রেণীর কৃতকার্য প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ অধিকারী শিলন।