কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর নামাজ বাদ হতে আজিমুশশান মিলাদ শরীফ ও ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা হয়। পরে মসজিদ প্রাঙ্গনের হেফজখানার কুরআনের পাখিদের সমন্বয়ে হাম, পবিত্র নাতে রাসুলের ও গজলের ধ্বনিতে মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। মথুরেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বসন্তপুর ক্ষীর খেজুর তলা ফকিরপাড়া জামে মসজিদে পীর কাঙ্গালী রহমাতুল্লাহ এর বার্ষিক ওরছ ও ফাতেহা শরিফ উদযাপন উপলক্ষে মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে আজিমুশশান মিলাদ শরীফ ও ওয়াজ মাহফিলে গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল ও অত্র মসজিদের খতিব আলহাজ্ব হযরতুল আল্লামা মুফতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুর রহমান ও শেখ আলাউদ্দিন সোহেলের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, যশোর মাগুরা। বিশেষ বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, ইমাম ও শিক্ষক পীর কাঙ্গালী রহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ। মসজিদের সভাপতি শেখ ফিরোজ কবির কাজল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল করিম,কোষাধক্ষ মাস্টার সিরাজুল ইসলাম ও যুব কমিটির নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় মধ্যরাত পর্যন্ত চলা উক্ত মাহফিলে অত্র এলাকার শত শত আলেমে দিন ও ধর্ম প্রাণ মুসল্লির উপস্থিতিতে দেশ জাতী ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।