মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুর বসন্তপুর শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইফতারের পূর্ব মূহুর্তে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাকিম, ইউপি সদস্য আরিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, মিজানুর রহমান গাইন, বসন্তপুর আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ। এসময় প্রায় চার শতাধিক রোজাদার মুসলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হক।