কালীগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার মথুরিরেশপুর ইউনিয়নের বসন্তপুর হযরত পীর কাঙ্গালি জামে মসজিদের যুব কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বসন্তপুর হযরত পীর কাঙ্গালি জামে মসজিদের যুব কমিটির ইফতার ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবু তাহের সাবেক ভাইস প্রিন্সিপাল গুনাকরকাটি খায়েরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা। উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মুজাফফর হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, ডি আর এম ইউনাইটেড কলেজের প্রভাষক মোঃ মহাসিন আলী, যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম কালিগঞ্জ উপজেলা তাঁতি দলের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও যুব কমিটির সকল সদস্যবৃন্দ সহ অত্র এলাকার মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।