কালিগঞ্জ ব্যুরো \ বসন্তপুর হযরত পীর কাঙ্গালি (রঃ) বার্ষিক ওরছ শরীফ ২০২৫ উপলক্ষে পীর কাঙ্গালি যুব কমিটির আয়োজনে বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ বাদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম এর সভাপতিত্বে ও যুব কমিটির সিনিয়র সহ—সভাপতি শেখ আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গুনাকর কাটি খাইরিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল ও অত্র মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর কাঙ্গালী মসজিদের ইমাম ও হাফিজেয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, ছাএদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, শেখ আমজাদ হোসেন, কমিটির সহসভাপতি মোঃ আব্দুর রহিম, ক্যাশিয়ার মাস্টার সিরাজুল ইসলাম, ডি আর এম কলেজের প্রভাষক মহাসিনা কবির, মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য মোঃ মহাসীন হুসাইন, যুব কমিটির সদস্য মনজুর আলী, আবুল হোসেন, মুকুল হাসান, ইসমাইল হোসেন, রিয়াজুল ইসলাম, আবু তাহের, রাকিবুজ্জামান, সাইফুল ইসলাম, শামিম কবির, রুহুল আমিন, রিয়াজ, আব্দুল্লাহ, আরমান, জিয়া,আবু সাঈদ সোহাগ, পশু চিকিসৎক মিজানুর রহমান, মোঃ ফজলুর রহমান বশির, আরিফ হোসেন, রাইসুল ইসলাম প্রমুখ। আগামী ৩০ শে বৈশাখ ১৩ ই মে মঙ্গলবার বসন্তপুর হযরত পীর কাঙ্গালি (রঃ) বার্ষিক ওরছ শরীফ ২০২৫ ধর্মীয় ভাব গম্ভিযের সহিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। অত্র এলাকার সকলের উপস্থিতিতে প্রস্তুতি সভা শেষে যুব কমিটির আয়োজনে মধ্যাহ্ন ভোজের সকলেই যোগ দেন।