দেবহাটা অফিস \ দেবহাটার বহেরায় বিএনপি নেতা রুহুল আমীনের বাড়ীতে অজ্ঞান পার্টি হানা দিয়েছে এবং চেতনা নাশক ে¯প্র করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন, বাই সাইকেল নিয়ে গেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত একটা হতে রাত তিনটার মধ্যে। অজ্ঞানপার্টির খপ্পরে পড়া পরিবার প্রধান বিএনপি নেতা রুহুল আমিন গতকাল দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগে রুহুল আমীন জানান শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে রাত একটার দিকে স্ত্রী জাহানারা খাতুন অসুস্থ হলে চিকিৎসকের কাছে নিলে চোরেরা ক্লাবসিক্যাল গেইট খুলে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা আমান কন্যা আফসানা মীম ২২ ও বোন খাদিজা খাতুন এর নাকে ও মুখে চেতনানাশক ঔষধ ছিটাইয়া স্বর্ণালঙ্কার, নগদটাকা, মোবাইল ফোন, বাইসাইকেল সহ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। রুহুল আমীন জানান, আমার কন্যা ও বোনকে স্থানীয় চিকিৎসক হ্যাফির কাছে চিকিৎসা করা হয়েছে তারা বর্তমানে সুস্থতার দিকে। তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি দৃষ্টিপাতকে জানান বিষয়টি তদন্তাধীন আছে। মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে