দেবহাটা অফিস ॥ দেবহাটার বহেরা হতে দুইশত চুয়াত্তর বোতল ফেনসিডিল ও একলক্ষ উনপঞ্চশ হাজার টাকা সহ মাদকব্যবসায়ী মাহবুবকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। গতকাল বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের ইন্সপেক্টর বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে বহেরা গ্রামেরআঃ মজিদমোল্লার পুত্র মাদক ব্যবসায়ী মাহবুবের বাড়ীতে অভিযান চালিয়ে উক্ত ফেনসিডিল ও টাকাসহ তাকেগ্রেফতার করে। মাহবুব দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসাচালিয়ে আসছিল এমনগোপন সংবাদেরভিত্তিতেমাদক দ্রব্য নিয়ন্ত্রনের সদস্যরা অভিযান পরিচালনা করে। এ বিষয়ে ইন্সপেক্টর বিজয় কুমার মজুমদার বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে।