দেবহাটা অফিস॥ দেবহাটার কুলিয়া, ইউনিয়নের বহেরা গ্রামের আঃ মজিদ গাজীর পুত্র আঃ সালাম (৩০) নামের একযুবক আত্মহত্যা করেছে। পেশায় দিন মজুর আঃ সালাম গতকাল দুপুরের দিকে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিল্য আত্মহত্যার কারন বলে অনেকে জানিয়েছে। দীন মজুর আঃ সালামের মৃত্যুতে এলাকায় শোকাহত পরিবেশের সৃষ্টি হয়েছে।