স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে গতকাল সকাল উৎসব আর বর্ণিল আয়োজনে নয়নাভিরাম সাজে সজ্জিত হয়ে বিদ্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে বিদ্যালয় মাঠে বেলুন ফেস্টুন উড়িয়ে পূর্ণমিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ঐ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস, প্রাক্তন ছাত্র ও স্থানীয় কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, শেখ ফেরদৌস হাসান লিওন, কামরুজ্জামান কামু, সাকিল আহমেদ, জাহিদুর রহমান সাগর, মো: জিলুর রহমান, শেখ রবিউল আক্তার, শেখ রেজাউল ইসলাম, ডা: বিকাশ, নূর আলী, রকিব, সৈয়দ সাহেদুজ্জামান, মো: সেলিম, বিলাল, ফরহাদ, রিয়াজুল তুহিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আজ দ্বিতীয় দিন বিভিন্ন খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে। সঙ্গীত পরিবেশন করবেন ব্যান্ড শিল্পী সোহাগ। অনুষ্ঠানে সকলের সবান্ধবে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু।