স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের অদূরে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক মাখন লালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আমিনুর রহমান বাবু। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, মাও: শাহাদাৎ হোসেন, শাহ আলম, মোস্তাফিজুর রহমান, মো: শাহাদাতুল্লা, আঞ্জুয়ারা খাতুন, রহিমা খাতুন, সাবরিনা সুলতানা রিতু, চন্দনা বসু সহ স্কুলের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।