স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা শহরের উপজেলার বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুব নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। তিনি টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ থশুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা জানান, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় (২য় বার) স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে তরুণ সমাজসেবক সৈয়দ আমিনুর রহমান বাবু নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।