ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টায় শুরু হওয়া বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ফলাফল ভিত্তিতে সাবেক ইউপি সদস্য মোঃ আশরাফ হোসেন ও সাইদুর রহমান সমর্থিত হাবিবুর রহমান বাবুর নেতৃত্বে প্যানেল ছাত্র-ছাত্রী অভিভাবকদের সক্রিয় ভোটে বিজয়ী হয়েছে। উক্ত প্যানেলে হাবিবুর রহমান বাবু বই প্রতীক নিয়ে ১১৯ ভোট, শাহিনুর রহমান কলস প্রতীক নিয়ে ১১২ভোট, নুরনাহার বেগম তালা প্রতীক নিয়ে ১১৯ ভোট ও হালিমা বেগম আনারস প্রতীক নিয়ে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্যানেলে আবুল হোসেন নলকূপ প্রতীক নিয়ে ১০৮ ভোট, ফজলুর রহমান ফুটবল প্রতীক নিয়ে ১১০ ভোট, মরিয়ম পারভীন শাপলা প্রতিক নিয়ে ১০৮ ভোট ও রেহানা পারভীন সিলিং ফ্যান প্রতীক নিয়ে ১০৩ ভোট পায়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজর আলী।