দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার বাঁশতলা নদীর মৎস্য আড়ৎ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় নদীর ধার মৎস্য আড়ৎ কমিটির অফিসের দ্বিতীয় তালায় বাঁশতলা মৎস্য সেট আড়ৎ কমিটির সভাপতি নুরুজ্জামান লালুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম সুমন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ জাহিদ আলম ,সাবেক ইউপি সদস্য কামাল সরদারসহ,বাঁশতলা মৎস্য সেট আড়ৎ কমিটির সকল সদস্যবৃন্দ। সভায় বাঁশতলা নদীর ধার মৎস্য সেট আড়তের সার্বিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।