বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন সরকারি বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রয়ারী ও মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে বারুই বায়সা সর.প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক অহিদুজ্জান লাভলুর সভাপতিত্বে ভাষা শহীদদের স্মরনে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও নানা কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হয়।এ সময় উপস্থিত থেকে নান বিষয় শিক্ষার্থীদের দিক নির্দেনা মুলক কথা বলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম । এ সময় অন্যদের মধ্রে ছিলেন সহ.শিক্ষক ফিরোজা খাতুন,সহ. শিক্ষক শেফালী আখতার, সহ. শিক্ষক পবিত্র কুমার মন্ডল,সহ. শিক্ষক কমনাশীস।অন্যদিকে মির্জানগর দাখিল মাদ্রাসায়,মির্জনগর হাই স্কুলে,বাঁশদহা আলহাজ্ব মোহাম্মাদ আলী দাখিল মাদ্রাসা,ভবানিপুর হাই স্কুল,হাওয়াল খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়,মির্জানগর প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহিদদের স্মরনে পুষ্মমাল্য অর্পণ, র্যালীসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ভাষা দিবস পালন করা হয়েছে।