মোঃ অহিদুজ্জামান লাভলু বাঁশদহ (সাতক্ষীরা সদর) থেকে \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহর বিস্তৃর্ণ মাঠ জুড়ে দুলছে সবুজ ধানের শীষ।ভাল ফলনের আশা করছে সবাই।ইতি মধ্যেই স্বপ্ন সাজাতে শুরু করছে কৃষকেরা।তবে শঙ্কায় আছে কৃষকেরা ব্লাষ্টার রোগ নিয়ে।কোথাও কোথাও ইতিমধ্যেই দেখা মিলছে এ রোগের প্রাদুভার্ব।তবে সবকিছু ঠিকঠাক থাকলে হতে পারে ফসলের বাম্পার ফলন।কৃষান কৃষাণীরা ইতি মধ্যেই ব্যস্থ হয়ে পড়েছে উঠান বাড়ি গোছাতে ,বাড়ি ঘর সাজাতে।কেহ বা স্বপ্ন সাজাতে শুরু করেছে বানাবে নতুন ঘর ,কিনবে প্রিয় সন্তানের নতুন সাইকেল,পাঠাবে স্কুল-কলেজে।কেহ বা বাঁধবে নতুন সংসার।আর এত স্পহ্ন নির্ভর করছে প্রকৃতির উপর।প্রকৃতি ঠিকঠাক থাকলে ,বিরুপ আচরন না করলে হবে এবার ফসলের বাজিমত।তাই এখন অপেক্ষার পালা প্রকৃতির উপর।