বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার হইতে ঝাউডাঙ্গা ইউনিয়নের রামের ডাঙ্গার মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটির বেহাল দশা। যাহা সংস্কার করা প্রয়োজন হয়ে দাড়িয়েছে। সরেজমিনে দেখা গেল রাস্তাটির অধিকাংশ স্থানে খোয় পিচ উঠে ছোট বড় অসংখ্য গর্তে পরিনত হয়েছে। কোন কোন স্থানে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতর রাস্তার অংশ চলে গিয়েছে। যেখানে যে কোন সময় বড় ধরনের বিপদ ঘটার শঙ্কা। দিনের বেলায় যেমন তেমন রাত হলেই হয় বেশি ভাবনা না জানি কোন বিপদ ঘটে। রাস্তার কয়েকটি স্থানে এত বেশী ঝুকিপূর্ণ অবস্থার রুপ নিয়েছে যে কোন সময় ভারী যানবাহন গুলো পাল্টি খেতে পারে। অত্র এলাকার কৃষি পণ্য জেলা সদর সহ বিভিন্ন জেলায় এমনকি রাজধনী ঢাকাতেও যেতে জনসাধারন এ রাস্তাটিই ব্যবহার করে থাকেন।এ ছাড়াও স্কুল কলেজ গামী শিক্ষার্থীদেরও চলাচলের একমাত্র পথ এটি। এ রাস্তাটি দিয়ে বর্তমানে কোন রকম ঝুকি পূর্ণ ভাবে চলছে ভ্যান নছিমন,করিমন.ইঞ্জিন ভ্যান, ইজিবাইক সহ হালকা যানবাহন গুলো। তাই জনদূর্ভোগ থেকে মুক্তি পেতে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন মনে করেন অত্র এলাকাবাসী।