বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীর সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ০১নং হাওয়ালখালী ওয়ার্ড আ, লীগের সভাপতি নির্বাচিত হয়েছে। এই উপলক্ষে গতকাল বিকাল সাড়ে ৪ টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে সাঈদ হোসেন মুকুলকে সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ্য উক্ত ওয়ার্ডে পূর্বের সভাপতি মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম আলীর মৃত্যু জনিত কারণে পদটি শূন্য হওয়ায় সাংগঠনের নিয়ম অনুযায়ী সহ-সভাপতি (১) সাঈদ হোসেন মুকুলকে সর্ব সম্মিত ক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ,লীগের সহ-সভাপতি আলহাজ¦ আনছার আলী, বাঁশদহা আ,লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ, প্রভাষক অহিদ্জ্জুামান লাভলু, ০১নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবলীগ নেতা এম মশিউর রহমান, আবু রায়হান, আবুল আমিন সহ আ, লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।