বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি\ সাগরে সৃষ্ঠ ঘূর্নিঝড় ‘অসনি’র প্রভাবে উপক‚লীয় এলাকায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি ও ‘অসনি’ পরবর্তী ব্যবস্থা গ্রহনে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০ টায় ্ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমানের সভাপতিত্বে ‘অসনি’ সতর্কতায় প্রস্তুতি গ্রহন ও জনগনকে সচেতন করতে ব্যাপক প্রচার প্রচোরনার ব্যবস্থা গ্রহন করা হয় বলে চেয়ারম্যান মফিজুর রহমান জানান।উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে খোরশেদ আলম রিপন,মফিজুল ইসলাম ,মোশারফ হোসেন, শাহাজান আলী, হাফেজ জাহাঙ্গীর আলম,বদুরুজ্জামান খোক,আহছানউদ্দীনসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দ।এ সময় প্রস্তুতিতে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন, মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়।