স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার পুনরায় সভাপতি হলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল। একই সাথে ১০ সদস্য বিশিষ্ট নতুন মাদ্রাসা পরিচালনা কমিটি অনুমোদন দিয়েছেন মাদ্রাসা শিক্ষাবোর্ড। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের নির্দেশনাক্রমে উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) মো: ওমর ফারুক পহেলা ফেব্র“য়ারী স্বাক্ষরিত এক পত্রে এতথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল ২০০৮ সাল থেকে সুনামের সাথে ঐ মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।