বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দু,দিন ব্যপী অনুষ্ঠানের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাওয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান। হাওয়ালখালী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা হতে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি,নাচ,গান,সুন্দর হাতের লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্টিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন প্রধান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান।এ সময় ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক গন ,সহকারী শিক্ষক – শিক্ষকা ও স্থানীয় অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহ,শিক্ষক আজাদ।