বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্টি হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পাঁরখী ও চুপড়িয়া মাঠে পেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর স্থানীয় ডিলার জাহিদ ইকবালের সভাপতিত্বে এ মাাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক কে এম মনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে কৃষকদের উৎসাহিত করে তিনি নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আলমঙ্গীর কবির, আব্দুল খালেক, মুস্তাফিজুর রহমান, আবুল কাশেম শামিম হোসেন। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী এএইচ এম কামরুজ্জামান, ডিলার তরিকুল ইসলাম, এরিয়া ইনচার্জ শামিমা নাসরিন বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা বায়োলিডের সেলস্ অফিসার শাহেদ আলম।