বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে সমাজের অসচ্ছল ও দরিদ্র মহিলাদের জন্য ভি ডব্লিউ বি কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রে ভালনারেবল উইমেন বেনেফিট কার্যক্রমের আওতায় খাদ্য ও কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা ১২ টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমানের সভাপতিত্বে পরিষদ চত্বরে ১৪৬ জন সুবিধা ভোগীর মাঝে ২ মাসের মাথাপিছু ৩০+৩০=৬০ কেজি খাদ্য ও কার্ড বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা জোহরা। এ ছাড়া উপস্থিত ছিলেন ০৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ, ইউপি সচিব নারান চন্দ্র প্রভাষক অহিদুজ্জামান লাভলুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।