বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা পদক- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত কাল বুধবার সকাল ১০ টায় হাওয়ালখালী সর. প্রাথমিক বিদ্যালয়ের চত্তরে প্রধান শিক্ষক শফিউর রহমানের সভাপতিত্বে আবৃত্তি, গান, নাচ, সুন্দর হাতের লেখা, অভিনয়, চিত্রাংকন প্রতিযোগিতা সহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপদেষ্ঠা হিসাবে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সাংবাদিক প্রভাষক অহিদুজ্জামান লাভলু,প্রভাষক আমিনুল ্ইসলাম,উক্ত বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক প্রধান শিক্ষক হুমায়ূন কবির, দেবাশিষ, কামরূল ইসলাম, আবুল হোসেন সহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী, সহ.শিক্ষক মন্ডলী, অভিভাবক ও স্থনীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চলনার দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক শউলি খাতুন।