বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৮টি ওয়ার্ডের সমে¥লন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় বাঁশদহা বাজারে বাঁশদহা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সভাপতি ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর বিএনপির আহবায়ক কমিটির সভাপতি এড. নুরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, সদর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান। এছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইনতাজ আলী, সা.সম্পাদক আক্তারুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, মাস্টার শাহিনুর রহমান। অনুষ্ঠান শেষে ১নং ওয়ার্ডে সভাপতি আব্দুল আলিম, আবু সাঈদ সা. সম্পাদক, ২নং ওয়ার্ডে সভাপতি সোহাগ হোসেনও সা.সম্পাদক মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে সভাপতি আলতাপ হোসেন ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ৪নং ওয়ার্ডে সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক সাজউদ্দীন, ৬নং ওয়ার্ডে সভাপতি খাইরুল ইসলাম পলাশ, সা. সম্পাদক জাকির হোসেন জয়, ৭নং ওয়ার্ডে সভাপতি বদরুজ্জামান, সাধারন সম্পাদক আজহারল ইসলাম, ৮নং ওয়ার্ডে সভাপতি আব্দুর গফুর, সা. সম্পাদক ওবায়দুর রহমান, ৯নং ওয়ার্ডে সভাপতি সাজ্জাত হোসেন, সা.সম্পাদক বাবলুর রহমানকে নাম প্রকাশ করে কমিটি গঠন করা হয়।