দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ বাঁশদাহ ব্লকের কৃষক ব্যবসায় স্কুল পরিদর্শন করলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দিন। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশদহ ব্লকের স্কুলটি সরেজমিন পরিদর্শন করেন তিনি। ওই ব্লকে গিয়ে দেখা যায়, উপ—সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম,ও মফিজ উদ্দিন ক্লাস নিচ্ছিলেন। এরপর কৃষি সম্প্রসারণ অফিসার মানবিকা শীলের সঞ্চালনায় ওই স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ওয়াসিম উদ্দিন। কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিসার বলেন, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিসহ বীজতলা তৈরি থেকে শুরু করে ধান মাড়ানো, জমিতে সেচের পানি অপচয়রোধ ও উন্নত বীজ সংরক্ষণ কিভাবে করতে হয় ইত্যাদি সবকিছুই হাতে কলমে শিক্ষা দেওয়া হবে এ স্কুলে। এর মাধ্যমে আদর্শ কৃষক কৃষাণীসহ উদ্যোক্তা তৈরি করা হবে। এরপর অফিসারবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে তিনি মাঠ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন লিট ফার্মার আঃ আজিজ ও অলোকেশ সরকার।