সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র শুরু হয়েছে : মেজর হাফিজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস \ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার খুলনা জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, অবনতিশীল আইশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এসব একথা বলেন। তিনি বলেন, ৭১—এর যুদ্ধ ছিল গণতন্ত্রের যুদ্ধ। কিন্ত্র ৭১ পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল তারা গণতন্ত্রকে ঝেটিয়ে বিদায় দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে মার্চ মাসে আওয়ামী লীগ নেতারা যখন দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল তখন চট্রগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া। জিয়ার কোনো জাগতিক চাহিদা ছিল না। তার স্বপ্ন ছিল একমাত্র স্বাধীন দেশ। মেজর হাফিজ বলেন, গ্রামেগঞ্জে আজ ভুয়া মুক্তিযোদ্ধায় সয়লাব। মুক্তিযুদ্ধের রোল মডেল যদি কাউকে বলতে হয়, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, জুলাই—আগস্ট আন্দোলনকে নিয়ে অনেকে বলছেন, ছাত্ররাই এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। অথচ বিএনপি একটি দিনের জন্য এই ফ্যাসিস্ট সরকারকে ছাড় দেয়া তো দুরের কথা বরং এই ফ্যাসিবাদী আন্দোলনের শুরু করেছিল বিএনপি। বিএনপির ত্যাগী নেতা—কর্মীরা ফাইনাল পুশ না করলে এই আন্দোলন সফল হতো না। প্রধান অতিথি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই এখন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। নতুন ভোটারদের আশঙ্কা কবে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সংবিধান সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারই করতে পারে। বাংলাদেশ ১৮ কোটি জনতার দিকে তাকিয়ে সরকারের উচিত অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com