রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশকে নিয়ে সেমিতে ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। গত শনিবার ‘এ’ গ্র“পে দিনের অন্য ম্যাচে ভারত ৯-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে, একই সঙ্গে এই গ্র“প থেকে বাংলাদেশও পৌঁছে গেছে সেমিফাইনালে। মেয়েদের সাফে বাংলাদেশ-ভারত দুই দলই দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট করে পেয়েছে। মালদ্বীপ ও পাকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে গ্র“প চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। এদিকে পাকিস্তানকে ৬ গোলে হারিয়ে বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে। অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন হ্যাটট্রিক। বাংলাদেশ অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে পাকিস্তান কোচ আদিল রিজকি বলেছেন, ‘কোনও সন্দেহ নেই, সাবিনা দুর্দান্ত খেলোয়াড়। সে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। শুধু তাকে ঘিরে পরিকল্পনা সাজানো কঠিন। আমরা অধিকাংশ গোলই খেয়েছি নিজেদের ভুলে। বাংলাদেশ ভালো ফিনিশ করেছে। রক্ষণে আরও সংঘবদ্ধ হওয়া দরকার ছিল। রক্ষণ সামলে আমাদের আক্রমণে যাওয়া উচিত ছিল।’ মেয়েদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন, ‘মেয়েদের পারফরম্যান্সে আমি খুব খুশি। সবচেয়ে ভালো দিক হচ্ছে, তারা প্রথম মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত একই ধারায় খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলা হয়েছে। আমরা এখন রিকোভারিতে মনোযোগ দেবো। ভারত শক্তিশালী দল। আমি মনে করি, প্রতিযোগিতামূলক ম্যাচ হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com