এফএনএস স্পোর্টস: ওয়ানডে সিরিজে দুরমুশ হয়েও বাংলাদেশকে ভয় পাচ্ছে না আয়ারল্যান্ড। অবশ্য ওয়ানডে সিরিজের আগে এবং মাঝপথেও তারা এমন কথা বলেছিল। বাংলাদেশের দেওয়া সাড়ে তিনশ রানের টার্গেট চেজ করার কথাও শোনা গেছে তাদের মুখে। কিন্তু বাস্তবে এর ধারেকাছেও তারা যেতে পারেনি। এবার টি-টোয়েন্টি সিরিজের আগে আইরিশ অলরাউন্ডার রস এডেয়ার বলছেন, তারা বাংলাদেশকে মোটেও ভয় পান না! শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের এডেয়ার বলেন, ‘অবশ্যই আমরা (ওয়ানডে সিরিজ নিয়ে) হতাশ। তবে এটিকে আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ দল হিসেবে কতটা ভালো। আমরাও দল হিসেবে নতুন একটা সংস্করণে যাব। আশা করি আপনারা দেখবেন, সেটি কেমন। আমরা শৃঙ্খলাবদ্ধ এবং আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবার দেখা যাক কী হয়।’ ওয়ানডে সিরিজ হারে হতাশ হলেও টি-টোয়েন্টিতে পাল্টা জবাব দিতে চায় আয়ারল্যান্ড। এডেয়ার আরও বলেন, ‘আয়ারল্যান্ড একটা গর্বিত জাতি, যখনোই সুযোগ পাই কাজে লাগাই। ওয়ানডেতে দেখে হয়তো মনে হয়নি আমরা সেভাবে লড়াই করেছি, তবে আমরা সেটি করেছি। অনেকেই হতাশ আসলে এ সিরিজের পর। আশা করি টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারব। ব্যক্তিগত ভাবে আমি টি-টোয়েন্টি ভালোবাসি, মনে হয় ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি।’