বাংলাদেশ ক্রামান্বয়ে অর্থনীতিতে এগিয়ে চলেছে। বিশ্বের দেশে দেশে আমাদের দেশের অর্থনীতির অগ্রগতির অন্যতম কারন বৈদেশিক মুদ্রার উপস্থিতি। বাংলাদেশ একদা অভ্যন্তরীন প্রয়োজন মেটাতে এবং অবকাঠামোগত উন্নয়নে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর উপর নির্ভরশীল ছিল কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বাংলাদেশ বর্তমান সময়ে অন্যতম রপ্তানী কারক দেশ হিসেবে নিজেকে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। অর্থাৎ লাল সবুজের বাংলাদেশ আমদানীর পরিবর্তে রপ্তানী করে চলেছে। বিশ্বের দেশে দেশে আমরা একদা অর্থনিিততে পিছিয়ে থাকা হত দরিদ্র দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু বিশ্ববাসি বর্তমান সময় গুলোতে জানছে, অনুভব করছে বাংলাদেশ কেবল অর্থনীতিতে এগিয়ে বা সমৃদ্ধ নয় আমাদের দেশ উন্নত এবং মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে যে বিষয়গুলো বিশেষ ভাবে আলোচ্য তা হলো শিল্প সামগ্রী ও কৃষিপণ্য রপ্তানী, আমাদের দেশ প্রতিবছর বিপুল পরিমান শিল্প পন্য উৎপাদন করে থাকে এবং উৎপাদিত পণ্য সামগ্রী বিশ্ব বাজারে বিক্রির মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। আমাদের দেশের অর্থনীতির মেরুকরন এবং মেরুদ্বন্ড দৃশ্যতঃ শিল্প নির্ভর হিসেবে বর্ণনা করা হলেও দেশের অর্থনীতির উন্নয়নে কৃষির অবদান কোন অংশে কম নয়। আমাদের দেশ আবহমানকাল যাবৎ কৃষি নির্ভর দেশ হিসেবে পরিচিতি পেয়েছে আর উৎপাদিত কৃষি পন্যের উলেখযোগ্য অংশ দেশের চাহিদা মিটিয়ে বিশ্ব বাজারে রপ্তানী করা হচ্ছে এবং উক্ত রপ্তানী পন্য হতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে। দেশের অর্থনীতিতে যে সুবাতাস বইছে তা অব্যাহত রাখতে হবে কৃষি এবং শিল্পে ব্যাপক ভিত্তিক উন্নয়ন করা জরুরী।