বাংলাদেশ বর্তমান আন্তর্জাতিক বিশ্বে শিল্পে উন্নত দেশ হিসেবে বিশেষ ভাবে পরিচিত। বিশ্ব বাজারে আমাদের উৎপাদিত শিল্প সামগ্রীর চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশের শিল্পের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কয়েক বছর আগেও আমাদের দেশের অভ্যন্তরীন চাহিদা পুরনের লক্ষে বিশ্ব বাজার হতে শিল্প সামগ্রী আমগানী করতে হতো কিন্তু সা¤প্রতিক বছর গুলোতে আমদানী নয় বাংলাদেশ বিশ্ব বাজারে পণ্য সামগ্রী রপ্তানী করে চলেছে। বিশ্ব বাজারে আমাদের উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানীর মাধ্যমে দেশ প্রতি বছর কেবল মাত্র শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তা নয় বিশ্ব ব্যবস্থায় আমরা বিশেষ সম্মান ও মর্যাদার ক্ষেত্রে পৌছেছি। আমাদের দেশের অর্থনীতিতে সুবাতাসা বইছে আর উক্ত সুবাতাস প্রবাহীত হওয়ার মোখ্যম কারন আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন। বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা এবং পরিস্থিতির আলোকে বলা যায় দেশের অর্থনীতি সা¤প্রতিক সময়ে স্বর্ণযুগ অতিক্রম করছে আর আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ও অবস্থা স্বর্ণযুগ অতিক্রম করার কারন বৈদেশিক মুদ্রা উপার্জন। বিশ্বের দেশে দেশে আমাদের অর্থনীতির যে সোপান এবং অগ্রযাত্রা তা অব্যাহত রাখতে হবে শিল্প উৎপাদনে এবং শিল্প প্রতিষ্ঠান নির্মানে অধিকতর মনোযোগ দিতে হবে। বাংলাদেশ মুলতঃ কৃষি প্রধান দেশ, আর কৃষি প্রধান দেশে শিল্পের জয়জয়াকার বিধায় শিল্প ব্যবস্থার উন্নতি কম বিষয় নয়। আমরা শিল্প সামগ্রী রপ্তানীর পাশাপাশি কৃষি পণ্যও রপ্তানী করে চলেছি। বিশ্ব বাজারে বাংলাদেশের কৃষি পণ্যের ও চাহিদা কোন অংশে কম নয়। বাংলাদেশ এগিয়ে চলেছে আর এগিয়ে চলার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে শিল্প।