বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা বিশ্বকে বিস্মিত করেছে। আমাদের অর্থনীতির চাকা দিনে দিনে অতীতের সব ধরনের রেকর্ড বঙ্গ করে বর্তমান সময় বিশ্ব ব্যবস্থাকে দারুন বাবে স্পর্শ করেছে। একদা বাংলাদেশকে তলা বিহনী ছুড়ির দেশ বলা হলেও সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে দেশের অর্থনীতির চাকা কেবল শক্তিশালী নয় রিতিমত সম্মানজনক। বিশ্বের যে কোন উন্নত, অর্থ সমৃদ্ধ এবং আধুনিক দেশের অর্থনীতির সাথে তুলনা করা চলে আমাদের দেশের অর্থনীতি। কয়েক বছর পূর্বেও দেশের অভ্যন্তরীন সহ অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প ছিল বিদেশী ঋন নির্ভর এবং বিশ্ব ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক সহ অপরাপর অর্থকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানের চিত্র ভিন্ন হতে ভিন্নতর বর্তমান সময় গুলোতে আমাদের যে কোন ধরনের উন্নয়ন প্রকল্প বিদেশী নির্ভরতা বা বিদেশী সাহায্য ছাড়াই সম্পন্ন করার যোগ্যতা বিদ্যমান। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মার সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই পদ্মা সেতুর নির্মান পুর্ববর্তী সময় গুলোর বিষয় ও বাস্তবতা বিশ্লেষন করলে দেখা যায় তৎকালীন সময়ে বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক সহযোগী সংস্থা গুলো নানান ধরনের শর্ত আরোপ করে এবং অসম্মান জনক পরিস্থিতির সৃষ্টি করে। যে কারনে আমাদের প্রধানমন্ত্রী ঘোষনা দেন পদ্মা সেতু নির্মান করা হবে এবং আমাদের নিজেদের অর্থ দ্বারাই সেই নির্মান খরচ বহন করা হবে। বাস্তবতা হলো সেটাই সম্ভব হয়েছে। বাংলাদেশের অর্থনীতির চাঙ্গা ভাব বিশ্বের জন্য বিশেষ বিস্ময়। আমাদের অর্থনীতিতে বর্তমান সময়ে বৈদেশিক মুদ্রার উপস্থিতি সন্তোষজনক আর দেশের অর্থনীতি স্বাস্থ্যবান বলেই এটা সম্ভব হয়েছে।