বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত। আন্তর্জাতিক বিশ্বে আমাদের দেশ কৃষি প্রধান দেশ হিসেবে দীর্ঘ দিনের পরিচিতির বাইরে বর্তমান সময়ে শিল্প উন্নত এবং শিল্প নির্ভর দেশের তালিকায় নিজেকে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত ও পরিচিত করেছে। আমাদের দেশের উৎপাদিত শিল্প পণ্য ও শিল্প সামগ্রী বিশ্ব বাজারে রপ্তানীর মাধ্যমে দেশ প্রতিবছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে চলেছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ তার উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় পরবর্তি শুধুমাত্র বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তা নয় আমাদের দেশ বিশ্ব ব্যবস্থায় সম্মান, মর্যাদার অধিকারী হচ্ছে ও ব্যাপক ভিত্তিক পরিচিতি পেয়ে চলেছে। আন্তর্জাতিক বিশ্বে তথা বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের বর্তমান অবস্থান দৃশ্যতঃ শিল্প উৎপাদনকারী দেশ হিসেবে আর শিল্প উৎপাদনকারী দেশ হিসেবে আমাদের দেশের মর্যাদা আন্তর্জাতিক বিশ্বে যে ভাবে প্রকাশ পাচ্ছে দৃশ্যতঃ কৃষি নির্ভর দেশ হিসেবে আমাদের দেশের সুনাম, সুখ্যাতি এবং পরিচিতি সেই ভাবে প্রচার পাচ্ছে না। বর্তমান সময়ে বিশ্ব সভায় বাংলাদেশ উদার অর্থনৈতিক উন্নয়নকামী দেশের তালিকায় আর এ কারনে আমাদের দেশের সাথে উন্নয়নশীল দেশগুলোর তুলনা করা চলে। বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা এবং পরিবর্তিত পরিস্থিতির সময় গুলো বলে দিচ্ছে আমাদের দেশ রপ্তানী বানিজ্যে দিনে দিনে এগিয়ে চলেছে আর রপ্তানী বাণিজ্যে এগিয়ে চলার কারন হেতু বহিঃবিশ্বে বাংলাদেশ উন্নয়নশীল এবং উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠিত হয়েছে। যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশের শিল্প উৎপাদনে গতি ফিরছে। গতির সঞ্চার ঘটছে, বাংলাদেশ বর্তমান সময়ে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে আর এ জন্য বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশের কাতারে আমাদের দেশের অবস্থান, বিশ্বের অপরাপর শিল্প উৎপাদনকারী দেশ গুলোর সাথে তুলনা করলে স্পষ্ট হয় যে আমাদের দেশ বিশ্ব ব্যবস্থার সাথে প্রতিযোগিতা করে এগিয়ে চলেছে। কৃষি এবং শিল্প উভয় ক্ষেত্রেই এগিয়ে চলেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আমাদের দেশের দেশের উৎপাদন ও রপ্তানী বাণিজ্যকে গতিরোধ করতে পারেনি।