বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের জন মানুষের অধিকাংশ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল। আমাদের দেশের কৃষকরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে সোনার ফসল উৎপাদন করে, আর উৎপাদিত উক্ত কৃষি পণ্য দেশের চাহিদা পুরন পরবর্তি বিশ্ব বাজারে রপ্তানীর মাধ্যমে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে। বাস্তবতা হলো অতীতের যে কোন সময় অপেক্ষা বর্তমান সময় গুলোতে আমাদের দেশের কৃষকরা চাষাবাদের প্রতি বিশেষ যতœশীল আর এ কারনে উৎপাদন বহুগুনে বৃদ্ধি পেয়েছে। কৃষকদের যথাযথ কর্মযজ্ঞ এবং নিবিড় পরিচর্যার পাশাপাশি সরকারি ভাবে প্রাপ্ত বীজ, সার, কীটনাশক সহ অপরাপর কৃষি উপকরন কৃষকরা পেয়ে থাকে যে কারনে উৎপাদন ব্যবস্থায় বিশেষ গতি সঞ্চার ঘটেছে। আমাদের দেশের কৃষি ব্যবস্থা বর্তমান সময় গুলোতে উন্নয়নমুখি আর এই উন্নয়নমুখিতায় আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের কৃষি বর্তমান সময় গুলোতে এতোটুকু অভাবনীয় উন্নতি লাভ করেছে যে আমরা খাদ্য ঘাটতির দেশ নই, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। বিশ্ব বাজারে আমাদের অবস্থান অন্যতম কৃষি পণ্য উৎপাদনকারি দেশ হিসেবে। পরিস্থিতি এবং বাস্তবতার আলোকে যে বিষয়টি দিনে দিনে স্পষ্ট হচ্ছে তা হলো কৃষি উৎপাদন অর্থাৎ খাদ্য শষ্য উৎপাদনের পাশাপাশি আমাদের দেশের কৃষকদেরকে রবিশস্য এবং সবজি উৎপাদনে বিশেষ ভাবে মনোযোগী হতে হবে। এদেশের কৃষির অন্যতম প্রাণ সবজি এবং রবি শষ্য, বছরের প্রতিটি দিন গুলোতে জনসাধারনকে কৃষি উৎপাদিত পণ্যের উপর নির্ভরশীল থাকতে হয় আর এ কারনে কৃষির প্রতি সর্বাধিক দায়িত্বশীল ও উৎপাদন মুখি থাকতে হবে। কৃষকদেরকে বিনা সুধে লোন সহ কৃষি উপকরন সরবরাহ করতে হবে।