বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ও বাস্তবতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

বাংলাদেশ বর্তমান সময় গুলোতে আন্তর্জাতিক বিশ্বে বহুবিধ বিষয়ে বিশেষ ভাবে আলোচিত এবং আলোকিত। যতগুলো ক্ষেত্রে আমাদের দেশ আলোকিত এবং আলোচিত তার মধ্যে অন্যতম চিকিৎসা বিজ্ঞান। বিশ্বের দেশে দেশে আমাদের দেশের চিকিৎসকরা বিশ্ববাসির সেবা প্রদানে দেশকে আলোকিত করার পাশাপাশি বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশকে বিশেষ সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে। দেশের জন সাধারন সা¤প্রতিক বছর গুলো দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসার মান ও ধরন বিশ্ব মানের। একদা এদেশের রোগীরা চিকিৎসা সেবার জন্য, জটিল ও কঠিন অসুখে আক্রান্ত হলে বহিঃবিশ্বে চিকিৎসা সেবা গ্রহনের জন্য গমন করতো, সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে পরিস্থিতির পরিবর্তন ঘটায় আমাদের দেশের রোগী সাধারন দেশীয় চিকিৎসক ও দেশীয় চিকিৎসার প্রতি আস্থা রেখেছে। বর্তমান সময় গুলোতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরাও চিকিৎসা গ্রহন করছে। বাস্তবতা হলো দেশে বর্তমান সময়ে বিপুল সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতির কারন হেতু দেশবাসি অতি সহজেই চিকিৎসা সেবা গ্রহন করছে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিকট অতিতেও মানসম্মত ছিল না। দেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন এবং দেশের জনসাধারনের চিকিৎসার উপর আস্থা রাখার ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাপনা তথা যন্ত্রপাতি ও নানান ধরনের প্যাথলজিক্যিাল ব্যবস্থা সুসংহত। দেশের চিকিৎসা ব্যবস্থার এই আলোক উজ্জ্বল সময় গুলোতে এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা ভূয়া চিকিৎসকের সৃষ্টি এবং তাদের দ্বারা সহজ সরল রোগী ও রোগীর লোকজন প্রতারিত হচ্ছে। আইন শৃংখলা বাহিনীর অভিযানে বহুবার ভুয়া চিকিৎসকের কর্মকান্ড উন্মোচিত হয়েছে এবং ভুয়া ডাক্তাররা গ্রেফতারও হয়েছে। জনসাধারনের প্রত্যাশা যে বা যারা চিকিৎসক নন, তারা যদি প্রতারনার মাধ্যমে চিকিৎসকের লেবাশ ধারী হয়ে চিকিৎসা প্রদান করে তাহলে রোগীদের জীবন কোন অবস্থাতেই নিরাপদ নয়, এমবিবিএস পাশ করা জাতির মেধাবী সন্তানরাই কেবল ডাক্তার পরিচয় বহন ও ডাক্তারী করবেন এটাই যথাযথ, কিন্তু এইট পাশ বা এস,এস,সি পাশ করা ব্যক্তিরা অবলিলায় নামের পূর্বে ডাক্তার লেখেন বা ডাক্তার পরিচয় দেন তাহলে পরিস্থিতি কত টুকু ভয়াবহ তা সহজেই অনুমেয়। চিকিৎসা ব্যবস্থায় এখানেই প্রতারনার শেষ নেই। এক শ্রেনির দেশোদ্রোহীরা জীবন রক্ষাকারী ঔষধে ভেজাল মিশ্রন করছেন বা ভেজাল মিশ্রন ঔষধ তৈরী করছে। যা কোন ভাবেই কাম্য নই। আমাদের চিকিৎসা ব্যবস্থা সত্যিকার অর্থে বিশ্বমানের আর এমন অবস্থান ধরে রাখতে ভুয়া ডাক্তার ও ভেজাল ঔষধ নির্মূল করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com