বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

বাংলাদেশের দৃষ্টি এখন সেমিফাইনালে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের ভারত জয়টা ইতিহাস গড়া। পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে যে চমক দেখিয়েছে! ৯০ মিনিটের ম্যাচে একচেটিয়া প্রাধান্য ছিল সাবিনা-কৃষ্ণাদের। ৩-০ গোলে জয়ের পর তাই মাঠে আনন্দ উৎসব করেছে। উৎসবের রেশটা ছিল হোটেলে ফেরার পরেও। তবে সব ভুলে সাবিনাদের ভাবনায় এখন শুধু ‘সেমিফাইনাল’। শুক্রবার ভুটানের বিপক্ষে জিতেই ফাইনালে খেলতে চাইছে লাল সবুজ সেনানীরা। ভারত ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন সিরাত জাহান স্বপ্না। করেছেন জোড়া গোল। ৬৩ মিনিটে উঠে না গেলে হয়তো হ্যাটট্রিকও হয়ে যেত। স্বপ্না অবশ্য তা নিয়ে ভাবছেন না। মনোযোগ দিচ্ছেন সেমিফাইনালে। যার প্রস্তুতিও শুরু হয়েছে। বুধবার অনুশীলনের এক ফাঁকে এই স্ট্রাইকার বলেছেন, ‘ম্যাচশেষে আমরা মাঠে উল­াস করেছি। তবে হোটেলে ফিরে আইস বাথ নিয়ে এখন সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছি। কেননা আমাদের লক্ষ্য ফাইনাল।’ শিরোপা মঞ্চে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভুটান। সতর্ক স্বপ্নার কথা, ‘ভুটানকে ছোট করে দেখার কিছু নাই। ওরাও ভালো দল। তাই আগের মতো ভালো খেলা উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নিতে চাই।’ তবে ভারতের বিপক্ষে জয়টা যে বড় পাওয়া, সেটি মানছেন তিনি, ‘অবশ্যই ভারতের বিপক্ষে জয়টা বড় পাওয়া। এটা বলার অপেক্ষা রাখে না। তারা ভালো দল। ৫ বারের চ্যাম্পিয়ন।’ দলের ডিফেন্ডার শিউলি আজিমও নিজেদের দৃঢ় প্রত্যয়ের কথা উলে­খ করেছেন এভাবে, ‘গ্র“প চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের যে ডিটারমিনেশন ছিল, তা দেখিয়েছি। মাঠে উল­াস করেছি। তবে গতাকল বুধবার সকাল থেকে সেটি আর নেই। সবার দৃষ্টি এখন সেমিফাইনালে। ভুটান যোগ্যতা দিয়েই এখানে এসেছে। আমরা ফাইনালে খেলতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com