২০২৫—২৬ মৌসুমে ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ খেলবে না দক্ষিণ আফ্রিকা। তবে ২০২৬—২৭ মৌসুমে ঘরের মাঠে আটটি টেস্ট ম্যাচ নিশ্চিত হয়েছে দলটির। তখন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দলও। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সূচি অনুযায়ী, ওই মৌসুমে প্রোটিয়ারা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবে এবং বাংলাদেশকে আতিথ্য দেবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশটি ২০২৭ সালের ওয়ানডে বিশ^কাপকে সামনে রেখে স্টেডিয়াম উন্নয়নের ওপর গুরুত্ব দেবে। ফলে ২০২৫—২৬ মৌসুমে থাকছে না কোনো ঘরের মাঠের টেস্ট সিরিজ। ২০২৭ সালের বিশ^কাপটি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। স্টেডিয়াম সংস্কারের অংশ হিসেবে নতুন ফ্লাডলাইট স্থাপন ও ড্রপ—ইন পিচ প্রস্তুত করা হবে, যা সময়মতো পরীক্ষা করে নিশ্চিত করা হবে। টেস্টবিহীন এই বিরতি কাটিয়ে ২০২৬—২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় আবারও ব্যস্ত সূচি ফিরে আসবে। ওই মৌসুমে দক্ষিণ আফ্রিকার পুরুষ দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবে এবং বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ আয়োজন করবে। একই মৌসুমে দক্ষিণ আফ্রিকার নারী দল ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে, যেখানে মোট ১০টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাংলাদেশ দল এর আগে ২০০২, ২০০৮, ২০১৭ ও ২০২১ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দুইটি ম্যাচে কেবল ড্র এর রেকর্ড আছে টাইগারদের পক্ষে।