বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ব বাস্তবতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
সম্পাদকীয়
সম্পাদকীয়

শিক্ষা জাতির মেরুদ্বন্ড, শিক্ষা ব্যতিত কোন জাতি কাঙ্খিত লক্ষে পৌছাতে পারে না। আমাদের দেশের বাস্তবতায় ইতিপূর্বেকার যে কোন সময় অপেক্ষা বর্তমান সময় শিক্ষায় অনেক অনেক দুর এগিয়েছে। কয়েক বছর পূর্বেও আমাদের দেশের শিক্ষার উন্নয়ন এবং অগ্রগতি ছিল মন্থর গতিতে। কিন্তু বর্তমান সময়ে তথা সাম্প্রতিক বছর গুলোতে আমাদের দেশের শিক্ষা অনেক অনেক দুর এগিয়েছে। শিক্ষার প্রসার অবাবনীয় ভাবে এগিয়ে চলেছে। দেশের আর্থ সামাজিক বাস্তবতায় শিক্ষা এগিয়ে চলা দেশের পরিস্থিতির আমুল পরিবর্তন হয়েছে। আমাদের শিক্ষার হার অনেক উঁচু পর্যায়ে পৌছেছে। সরকার দেশের শিক্ষাকে এগিয়ে নিতে, শিক্ষার মান উন্নয়নে অতি আন্তরিক ভাবে কাজ করছে। প্রাথমিক শিক্ষা হলো দেশের মুল ভিত্তি বিধায় প্রাথমিক শিক্ষার উন্নয়নের বিকল্প নেই। এক অবালা শিশু পিতা মাতার কাছে থাকতে থাকতে কথা বলতে, হাটতে শেখে এক পর্যায়ে শিশুটি বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত হয়। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক ব্যবস্থা বিদ্যমান থাকায় বর্তমানে মায়েরা শিশুদের প্রাক প্রাথমিক শ্রেনিতে ভর্তি করছে যা শিক্ষাকে এগিয়ে নেওয়ার অন্যতম মোখ্যম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা দৃশ্যতঃ অনেক অনেক দুর এগিয়ে চলেছে। মাধ্যমিকের ও উচ্চমাধ্যমিকেও শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়ার মত। দেশের গ্রাম গুলোতে প্রাথমিকের ও মাধ্যমিকের সুরম্য ও সৌন্দর্যমন্ডিত বিল্ডিং শিক্ষার্থী সহ অভিভাবক ও এলাকাবাসিকে বিশেষ ভাবে উদ্বেলিত করেছে। গ্রামগুলোতে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ কলেজ গুলোও সুউচ্চ দন্ডায়মনের মাধ্যমে জানান দিচ্ছে যে বাংলাদেশের শিক্ষা অনেক উচ্চতায় পৌছেছে। আমাদের দেশের শিক্ষা কেবল মাত্র পুথিগত বিষয়ে সীমাবদ্ধ নেই, বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি, কারিগরি সহ বহুবিধ শিক্ষা চলমান। আমাদের দেশের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের সীমানা পেরিয়ে বিশ্ব ব্যবস্থায় তথা আন্তর্জাতিক বিশ্বে নিজেকে বিকশিত করছে এবং দেশের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধি করছে। দেশের শিক্ষা ব্যবস্থা কে শিক্ষাকে প্রসার ও প্রচার করনে সরকারের পাশাপাশি সমাজের সচেতন মহলকে যে যার অবস্থান হতে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com