স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ পারে। আমাদের দেশ স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল আর এটাই বড় উদাহরন নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মান। আন্তর্জাতিক বিশ্বে বর্তমান সময়ে পদ্মা সেতু আলোচিত এবং আলোকিত নাম। আমাদের অস্তিত্ব, অহংকার, মর্যাদা আর সক্ষমতার প্রতিমুখ পদ্মা সেতু, আর মাত্র ৬ দিন তারপর কাঙ্খিত দিন ২৫ জুন, ঐ দিন বিশ্ব জানবে বাংলাদেশ জানান দিলো বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মান করেছে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা উদ্বোধন করবেন। লাল সবুজের বাংলাদেশ বিশ্ব ব্যবস্থায় নতুন ভাবে নিজেকে পরিচিতি করলেন। বিশ্বের দেশে দেশে বাংলাদেশ এর নতুন পরিচিতি যে এই দেশটি ছয় কিলোমিটারের অধিকতর দীর্ঘ সেতু করার যোগ্যতা রাখে। পদ্মা সেতু কেবল মাত্র একটি সেতু নয়, দৃশ্যতঃ এই সেতু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতিক, বিশ্ববাসি পদ্মা সেতু দেখবে আর বাংলাদেশকে বিশেষ ভাবে মূল্যায়ন করবে। পদ্মা সেতুর উদ্বোধনের পর দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থগিত হবে। পদ্মা পারের জেলা গুলোতে অর্থনীতির সুবাতাস বইবে। আমাদের প্রিয় জেলা সাতক্ষীরা অর্থনীতিতে, ব্যবসা বানিজ্যে অধিকতর গতি সঞ্চার করবে। বাংলাদেশের অপার সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত সাতক্ষীরা আরও অধিকতর নিজেকে বিকশিত করবে বিস্তৃত করবে। অর্থনীতির সুবাতাসের ছোয়ায় সাতক্ষীরার প্রতিটি প্রান্তর উজ্জীবিত হবে। সাতক্ষীরা হবে পৃথক আলোকময় অর্থনৈতিক অঞ্চল, সেই মহেন্দ্রক্ষন আর মাত্র ৬ দিন অপেক্ষার পর।