এম এম নুর আলম: আশাশুনি সরকারী কলেজে এমপিকে সংবর্ধনা, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ অ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি একাদশ শ্রেণীতে আগত নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায় জীবনের একটি সুন্দর স্টেপ, এখানে দিক হারালে চলবে না। তোমরা যদি চাও তাহলে তোমরা জয় করতে পারবে। সেক্ষেত্রে তোমাদেরকে মনে প্রানে ধারণ করতে হবে “তোমরাও পারবে”। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা উলেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যাল কোর্স চালুর লক্ষ্যে কাজ চলছে। ৭ই মার্চ সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি বলেন, আজ বাংলাদেশে যা কিছু অর্জন সব কিছুর মূলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময়ে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বঙ্গবন্ধুর বিরোধীতা করেছিলেন, তারাই আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরোধিতা করে চলেছে। সর্বশেষ তিনি দলীয় নেতা কর্মীদেরকে সকল বিভেদ ভুলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান। আশাশুনি সরকারী কলেজের আয়োজনে এসময় অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করেন, আশাশুনি সরকারি কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা। কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম), সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীল কন্ঠ সোম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন প্রমুখ। প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও প্রভাষক শিরিন বাহার জুথির যৌথ পরিচালনায় এসময় সরকারী কলেজের শিক্ষকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে একইস্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।