এফএনএস স্পোর্টস: এই তো গত মাসেই বাংলাদেশ সফরে এসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করে গেলেন ভারতের তরুণ তারকা ঈশান কিশান। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই তিনি ভারতের একাদশে নেই! ভারতের হয়ে এই ম্যাচে ওপেন করবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বাঁহাতি ওপেনারকে বাদ দিয়ে ভারত নামছে দুই ডানহাতি ওপেনারকে নিয়ে। শোনা যাচ্ছে, শুভমান গিলকে আরো সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তরুণ ঈশান ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই প্রথম একাদশের বাইরে চলে গেলেন- এটা অনেকেই মেনে নিতে পারছেন না। সেই সঙ্গে প্রশ্ন উঠছে সূর্যকুমার যাদবকে সুযোগ না দেওয়া নিয়েও। সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করা এই হার্ডহিটারকে ওয়ানডে দলে না দেখেও সবাই হতবাক। ভারতের বোলিং আক্রমণে আছেন মোহাম্মদ শামি, উমরান মালিক, মোহাম্মদ সিরাজে এবং যুজবেন্দ্র চাহাল। সেই সঙ্গে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। অর্থাৎ দুই স্পিনার এবং চার পেসার নিয়ে খেলছে ভারত। কিন্তু আগামী বিশ্বকাপ হবে ভারতেই। তিন স্পিনার নিয়ে শুরু করা উচিত ছিল বলে মনে করছেন অনেকে।