প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখকে ইয়ুথ ফেষ্টিভ্যাল ঘোষনা করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় “বাংলাদেশ অ—১৫ জাতীয় ফুটবল লীগ—২০২৫ (বালক)” এর খেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করেছে। উক্ত লীগে সাতক্ষীরা জেলা অংশগ্রহনের জন্য প্রাথমিক দল বাছাই কার্যক্রম আগামী ২৯ ডিসেম্বর সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত বাছাই কার্যক্রমে অংশগ্রহনেচ্ছু বালক খেলোয়াড়দের অনলাইন জন্মনিবন্ধনের অরিজিনাল কপি ও ফটোকপি (যাদের জন্ম ০১—০১—২০১০ হতে ৩১—১২—২০১২ এর মধ্যে), পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও খেলোয়াড় সরঞ্জামসহ সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হলো। —প্রেস বিজ্ঞপ্তি