এফএনএস স্পোর্টস: আইসিসির প্রচলিত নিয়ম অনুযায়ী দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে নিরপেক্ষ কেউ দায়িত্ব পালন করবেন। কিন্তু করোনাভাইরাস মহামারির সময় অনেক প্রচলিত নিয়মে বদল আনতে হয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে। ভ্রমণ জটিলতার কারণে স্বাগতিক দেশের একজন আম্পায়ার রাখার সুযোগ দেয় তারা। তবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আগের নিয়ম ফিরে আসছে। গত বছর বাংলাদেশ সফরে এসে আইসিসি চেয়ারম্যান গ্রেক বার্কলে জানিয়েছিলেন, মহামারির সময়ের ভ্রমণ জটিলতা শেষ হওয়ায় আগের মতো টেস্টে দুই নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফিরতে যাচ্ছে তারা। সর্বশেষ আইসিসি সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত হয় বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট থেকেই পুরোনো নিয়মে ম্যাচ পরিচালনা করা হবে। বুধবার থেকে শুরু হওয়া বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্থানীয় কোনো আম্পায়ার অনফিল্ড দায়িত্ব পালন করছেন না। ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন আর অস্ট্রেলিয়ার পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের ক্রিস ব্রড।