এফএনএস স্পোর্টস: বাংলাদেশ নারী ক্রিকেট দল ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই ম্যাচটিও ভেসে গেল বৃষ্টিতে। এ নিয়ে উইমেন’স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা চার ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির কারণে। এদিন মাঠে নামার কোনো পরিস্থিতি ছিল না বাংলাদেশের মেয়েদের। প্রতিক‚ল আবহাওয়ায় টসের আগেই ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। গত ডিসেম্বর উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডে গিয়ে শেষ দুই ম্যাচ বৃষ্টিতে খেলতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। এবার শ্রীলঙ্কাতেও প্রথম দুই ম্যাচে একই পরিণতি। বৃহস্পতিবার কলম্বোতেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। উল্লেখ্য যে, প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ, যা শুরু হবে ৯ মে।