কালীগঞ্জ ব্যুরো ॥ কালিগঞ্জ উপজেলাধীন ১১নং রতনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রতনপুর ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল চারটায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন কৃষক দলের নেতা ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এড. আব্দুস সালাম খান, কেন্দ্রীয় কমিটি জলবায়ু বিষয়ক সম্পাদক এড. মাহবুবুল হাসান, কৃষক দল কেন্দ্রীয় সদস্য এড. রমিজ উদ্দিন রমি, রোকনুজ্জামান রোকন, সালাউদ্দিন লিটন, রবিউল ইসলাম, রতনপুর ইউনিয়ন বিএনপি শহীদুল্লাহ মল্লিক, মোঃ আব্দুল মাজেদ, মোঃ মারুফ হোসেন, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের নেতা আরিফুর রহমান (ছোটন), কামরুজ্জামান, কালাম হোসেন সবুজ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।