রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে আড়াই লাখ কোটি টাকা পাচার করেছে একটি পরিবার ও তাদের সহযোগীরা: গভর্নর মার্চে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় ৬০৪ মৃত্যু এক তৃতীয়াংশই মোটরসাইকেলে ঘোষণাপত্র পাঠ ও মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত বাগেরহাটে ২৪ কেজি হরিণের মাংস জব্দ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে ২ জনের মৃত্যু রাশিয়া—ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ক সেমিনার পারুলিয়ার চারকুনিতে অগ্নিকাণ্ড \ জমায়াত আমীরের পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

বাংলাদেশ—পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য ফেরত দিচ্ছে পিসিবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরমধ্যে দু’টি ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে গত ২৫ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া—দক্ষিণ আফ্রিকা, ২৭ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপে বাংলাদেশ—পাকিস্তান এবং ২৮ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া—আফগানিস্তান ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। এরমধ্যে অস্ট্রেলিয়া—দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ—পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি। কারন এই দু’ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। এই দু’টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে নির্ধারিত ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, বৈশি^ক আসরে কোন ম্যাচ বৃষ্টির কারণে টস ছাড়া পরিত্যক্ত হয়, তাহলে সেই ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেবে আয়োজকরা। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া—দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ—পাকিস্তান ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়।’ ১০ থেকে ১৪ মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের মূল্য ফেরত দেবে না পিসিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com