স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার একসভা গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা পোষ্ট অফিস মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলার সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্রর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সংগঠনের সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, হাবিবুর রহমান, রাজু আহমেদ পিয়াল, নাজমুল হুদা আব্দুর রহমান,দেবব্রত মন্ডল, প্রকশ দে, হুমায়ন আহমেদ, মেহেদী হাসান শিমুল, মো: আ: রশীদ, কাজী মিঠু, আনোয়ার হোসেন, আ: খালেক প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকল মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। এছাড়া সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়।