স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাতক্ষীরায় অ্যাক্রোবেটিক প্রদর্শনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি অন্যান্য অতিথিদের নিয়ে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউলাহ আল হাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, শিল্পকলা একাডেমীর সহসভাপতি নাসরিন খান লিপি প্রমুখ। এছাড়া শিল্পকলা একাডেমীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মুশতিকুর রহমান মিলটন।