রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: পিঠের চোট থেকে সেরে উঠলেও সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে রশিদ খানকে রাখেনি আফগানিস্তান। ম্যাচটি বাজেভাবে হারের পর বোলিং বিভাগের সবচেয়ে বড় অস্ত্রকে দলে ফিরিয়েছে তারা। তারকা এই লেগ স্পিনারকে রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। আইপিএলে বল হাতে আলো ছড়ালেও বাদ পড়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজের জন্য রোববার ১৯ সদস্যের দল দেয় আফগানিস্তান। সাদা বলের ক্রিকেটে আসন্ন খেলা ও ওয়ানডে বিশ্বকাপের জন্য রিজার্ভ হিসেবে আরও ১০ জনের নামও ঘোষণা করে তারা। আফগানিস্তানের সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে নুরের সঙ্গে বাদ পড়েছেন ফরিদ আহমেদ মালিক। দলে এসেছেন শাহিদউল্লাহ কামাল, জিয়া উর রহমান আকবর, ইজহারুলহক নাভিদ, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ। এদের মধ্যে কামাল ছাড়া অন্য পাঁচ জনের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে ছিলেন তরুণ লেগ স্পিনার ইজহারুলহক। তাকে এবার ওয়ানডেতেও রাখল আফগানরা। সবশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের ফাইনাল খেলার পথে বড় অবদান রাখেন নুর। ১৩ ম্যাচে ওভারপ্রতি ৭.৮২ রান দিয়ে ১৬ উইকেট নেন তিনি। এরপর চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে প্রথম দুই ওয়ানডেতে আফগানদের হয়ে খেলেন নুর। তৃতীয় ও শেষ ম্যাচে জায়গা হারান একাদশে। ১৮ বছর বয়সী এই স্পিনার এবার নেই স্কোয়াডেই। জায়গা হয়নি রিজার্ভ হিসেবেও। পিঠের চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে ফেরেন রশিদ। বিশ্বকাপের বছরে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি আফগান বোর্ড, তাই রাখেনি বাংলাদেশের বিপক্ষে টেস্টে। ম্যাচটি ৫৪৬ রানে হারে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৫ জুলাই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। টেস্ট ম্যাচ খেলে এখনও বাংলাদেশের অবস্থান করা আফগান দল সোমবার চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ওয়ানডে সিরিজের প্রস্তুতি সেরে আগামী ১ জুলাই সাদা বলের দুই সিরিজ খেলতে আসবে তারা।

আফগানিস্তানের ওয়ানডে দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদউল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান আকবর, ইজহারুলহক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।
রিজার্ভ: করিম জানাত, জুবাইদ আকবরি, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, দারউইশ রসুলি, ইশহাক রহিমি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com