এফএনএস স্পোর্টস: আইপিএলে পাওয়া চোট দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ডের এই সুপারস্টার আদৌ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটা এখনো জোর দিয়ে বলা যায় না। তবে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার অনুশীলনে ফিরেছেন। অনেকেই মনে করছেন, বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর দিয়ে মাঠে ফিরবেন উইলিয়ামসন। কিন্তু সাবেক কিউই অধিনায়কের মতে, বাংলাদেশ সফরটা একটু বেশিই তাড়াহুড়া হয়ে যাবে। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে টুকটাক অনুশীলন করছেন উইলিয়ামসন। চলতি মাসের শেষদিকে ইংল্যান্ড সিরিজ দিয়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। এরপর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। সেই প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে মাঠে ফিরতে পারবেন কি না―এমন প্রশ্নে উইলিয়ামসন বলেন, ‘ব্যাপারটা এত সহজ নয়। আপনি হয়তো আগেভাগে কোনো লক্ষ্য ঠিক করে নিজেকে বোঝাতে চাইবেন। তবে এটা আসলে অনেক কিছুর ওপর নির্ভর করছে। স্ট্রেংথ, মুভমেন্ট, আত্মবিশ্বাস…তবে সবার আগে সেরে উঠতে হবে। সব কিছু বিবেচনায় তাই সিরিজটি (বাংলাদেশের বিপক্ষে) বেশ তাড়াহুড়া হয়ে যায়।’ মাঠে ফেরা দূরের ব্যাপার হলেও এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে তিনি দলে যোগ দেবেন, ‘এমনিতেও সা¤প্রতিক সময়ে দল খুব বেশি সময় একত্রে কাটায়নি। কিন্তু কিছুদিন দলের বাইরে থাকার পর আবার ব্যাটিং করা, এরপর দলের সঙ্গে যোগ দেওয়াটা দারুণ হবে। বিশ্বকাপের আগে এটি শেষ দিককার সফর, এরপর বাংলাদেশ সফর আছে। দলের সঙ্গে সময় কাটানো, অনুশীলন ও পুনর্বাসন করতে পারলে ভালো লাগবে।’ উইলিয়ামসনের কথায় বোঝা যায়, তার মূল লক্ষ্য হলো ওয়ানডে বিশ্বকাপে খেলা, ‘বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ কিছু। কবে ফিরতে পারব, সেটা এখন বললে শুধু অনুমান করাই হবে। এখনো অনেক কাজ বাকি। আপাতত আমাকে যে প্রগ্রাম দেওয়া হয়েছে, ফিজিও, নিউজিল্যান্ড ক্রিকেট ও সাপোর্ট স্টাফের সঙ্গে সেটি অনুসরণ করছি। এটিও কঠিন। কারণ কোনো দিন বেশ ভালো যায়, কোনো দিন আবার একটু আলাদা। আপাতত কিছু মুভমেন্ট বাড়ানোর চেষ্টা করছি। উন্নতি হচ্ছে ভালোভাবেই। আশা করি, খুব বেশি দূরে নয়।’